ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ভারতের এই পদক্ষেপ

২০২৫ মে ০৬ ২০:০৪:১০
পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ভারতের এই পদক্ষেপ

ডুয়া ডেস্ক : পেহেলগামে বন্দুক হামলার জেরে পাকিস্তানকে দায়ী করে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। এরই ধারাবাহিকতায় এবার সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) আংশিক স্থগিত করার পাশাপাশি জম্মু-কাশ্মীরের বাগলিহার ও সালাল জলবিদ্যুৎ প্রকল্প থেকে আকস্মিকভাবে চেনাব নদীতে পানি ছেড়েছে দেশটি—যা এবারই প্রথম। ভারতের এমন পদক্ষেপে উদ্বেগ বাড়ছে ইসলামাবাদে।

প্রতিবছর বর্ষা মৌসুমে ‘রিজার্ভার ফ্ল্যাশিং’ নামের এই পানি ছাড়ার প্রক্রিয়াটি চালু থাকলেও এবার তা নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করেছে ভারত।

বিষয়টি নিশ্চিত করে দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সাধারণত আগস্টে এ প্রক্রিয়া শুরু হয়, তবে এবার তা আগেই করা হয়েছে। ফলে পাকিস্তানে স্বল্প সময়ের জন্য পানির প্রবাহ কিছুটা বাড়লেও দীর্ঘমেয়াদে তা কমে যেতে পারে, কারণ জলাধার খালি হওয়ার পর তা পূরণে সময় লাগবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্ল্যাশিংয়ের মাধ্যমে পানি ছাড়ার আগে পাকিস্তানকে আগাম জানানো নিয়ম, কিন্তু এবার সে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। যদিও ভারত চুক্তিটি আংশিকভাবে স্থগিত করেছে, তারপরও পূর্ব ঘোষণা ছাড়া পানি ছাড়া আন্তর্জাতিক চুক্তির ব্যত্যয় বলেই বিবেচিত।

বাগলিহার বাঁধটি একটি ৯০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প, যেটি মূলত ‘রান-অব-দ্য-রিভার’ প্রকল্প হিসেবে পরিচিত। এতে পানি ধারণক্ষমতা সীমিত, প্রাথমিকভাবে বিদ্যুৎ উৎপাদনের টারবাইন ঘোরানোর জন্য ব্যবহৃত হয় পানি। এ প্রকল্পের পানি ধারণক্ষমতা প্রায় ৪৭৫ মিলিয়ন কিউবিক মিটার। বাঁধটি পরিচালনা করে জম্মু-কাশ্মীর স্টেট পাওয়ার ডেভেলপমেন্ট, আর উৎপাদিত বিদ্যুৎ কিনে নেয় হরিয়ানার বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।

এছাড়া, রেয়াসি জেলায় অবস্থিত সালাল জলবিদ্যুৎ প্রকল্প থেকেও একইভাবে পানি ছাড়া হয়েছে। প্রকল্পটির মোট উৎপাদন ক্ষমতা ৬৯০ মেগাওয়াট। বর্তমানে স্লুইস গেট বন্ধ রেখে জলাধার পূরণ প্রক্রিয়া চালাচ্ছে কর্তৃপক্ষ। তবে ঝিলাম নদী থেকে পানি ছাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা। সূত্র:দ্য হিন্দ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে