ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তান

২০২৫ মে ০৭ ১১:৩৪:২৪
শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তান

ডুয়া ডেস্ক: অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত—এমন পরিস্থিতিতে বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে বসেছেন। বৈঠকটি স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। খবর বিবিসির।

শেহবাজ শরীফ এই হামলাকে "কাপুরুষোচিত" বলে আখ্যায়িত করেছেন। পাকিস্তান জানিয়েছে, তারা উপযুক্ত স্থান ও সময়ে এর জবাব দেবে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়েছে, যার আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়। মঙ্গলবার মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করেছেন, ভারত মসজিদ, নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং শত্রুপক্ষের বেশ কয়েকটি ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ শিগগির প্রকাশ করা হবে।

হামলার জেরে পাকিস্তানে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সব বিমানবন্দর বন্ধ থাকবে।

ভারতের বিমান সংস্থাগুলোও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর, রাজস্থান ও পাঞ্জাবের বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটগামী ফ্লাইট বুধবার দুপুর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে