ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সার্বভৌমত্ব রক্ষায় যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

২০২৫ মে ০৭ ১০:১৭:৪৫
সার্বভৌমত্ব রক্ষায় যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ডুয়া ডেস্ক: সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৭ মে) ভোর ৪টায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, "সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।"

এদিকে একই বিষয়ে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেন, "জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।"

অন্যদিকে মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ধর্মীয় চাপের কারণে ওই প্রতিবেদন বাতিল করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "নারী সংস্কার কমিশনের প্রস্তাব একটি কমিশনের মতামত মাত্র, এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমাদের দেশে যতগুলো সংস্কার কমিশন হয়েছে, তাদের সুপারিশ নিয়েও ভিন্নমত এসেছে।"

তিনি আরও বলেন, "বেশিরভাগ ক্ষেত্রেই এসব ভিন্নমত শালীনভাবে প্রকাশিত হয়েছে। তবে কিছু প্রতিক্রিয়া ছিল বিদ্বেষপূর্ণ, আক্রমণাত্মক এবং কেবল নারীর প্রতি নয়, গোটা জাতির প্রতি অবমাননাকর। এমন আচরণ আমরা কামনা করি না। সমাজে ভিন্নমতের চর্চা থাকবে তবে তা হোক সম্মানজনকভাবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে