ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মেট্রো স্টেশনগুলোতে ব্যবসার সুযোগ!

২০২৫ মে ০৭ ১০:৫৫:৫৪
মেট্রো স্টেশনগুলোতে ব্যবসার সুযোগ!

ডুয়া ডেস্ক: ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীসেবার পাশাপাশি এবার বাণিজ্যিক ব্যবহারের সুযোগও তৈরি হচ্ছে। ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনের বিশাল ফ্লোর ভাড়া দিয়ে ব্যবসার সুযোগ উন্মুক্ত করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানিয়েছে, এমআরটি লাইন-৬ এর ১৬টি স্টেশনের মধ্যে একমাত্র ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন তিনতলা বিশিষ্ট। এই দুটি স্টেশনের দ্বিতীয় তলায় রয়েছে প্রায় ২৫ হাজার বর্গফুট ফাঁকা জায়গা, যা বাণিজ্যিক ভাড়ার আওতায় আনা হবে। এখানে শপিংমল, ডেইলি শপ, ব্যাংক, অফিসসহ নানাবিধ কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে। ভাড়ার হার হতে হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্স কিংবা যমুনা ফিউচার পার্কের সমপর্যায়ের বা তার চেয়েও বেশি। ভাড়ার মেয়াদ নির্ধারিত ১০ বছর, যা নবায়নযোগ্য নয়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে দুটি বড় স্পেস রয়েছে, প্রতিটির আয়তন প্রায় ২৫ হাজার বর্গফুট। অন্য স্টেশনগুলোতে গড়ে ১৫০ বর্গফুটের ছোট কক্ষ রয়েছে, যেগুলো পরবর্তীতে ভাড়ায় দেওয়া হবে।”

২০২২ সালের ডিসেম্বর থেকে মেট্রোরেল আংশিক চালু হয় এবং ২০২৩ সালের নভেম্বর থেকে পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়। প্রথম অর্থবছর (২০২২-২৩) টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল ১৮ কোটি ২৮ লাখ টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ২৪৩ কোটি ৯১ লাখ টাকায়।

তবে শুধু টিকিট বিক্রির আয় দিয়ে সব ব্যয় মেটানো সম্ভব নয়, কারণ দৈনন্দিন পরিচালনা খরচ ছাড়াও জাপানের জাইকার কাছ থেকে নেওয়া ১৯ হাজার ৭১৮ কোটি ৪৭ লাখ টাকার ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এ প্রেক্ষিতে মেট্রো স্টেশনের ফাঁকা জায়গা বাণিজ্যিক ভাড়ায় দেওয়ার উদ্যোগকে বিকল্প আয়ের সম্ভাবনাময় পথ হিসেবে দেখছে ডিএমটিসিএল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে