ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

২০২৫ মে ০৭ ১৬:৩০:৩৭
শেয়ারবাজার নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজার দীর্ঘকাল ধরে অস্থিরতায় ভুগছে, যার ফলে বহু বিনিয়োগকারী পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই গুরুতর পরিস্থিতি থেকে উত্তরণ এবং শেয়ারবাজারকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী রবিবার (১১ মে) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভাটি তাঁর বাসভবন 'যমুনা'-তে বেলা ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে মঙ্গলবার (০৭ মে) সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভার মূল আলোচ্য বিষয় হলো 'শেয়ারবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ'।

প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিতব্য এই সভায় অংশগ্রহণকারী উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রবেশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকটি শেয়ারবাজারের বর্তমান সংকট নিরসনে এবং বাজারের দীর্ঘমেয়াদী উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগকারীরা এ বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছেন। কারণ তারা বাজারে স্থিতিশীলতা এবং আস্থা ফিরে আসার প্রত্যাশা করছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে