ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মোদির ৩ দেশ সফর বাতিল

২০২৫ মে ০৭ ১৫:৪১:৩৩
মোদির ৩ দেশ সফর বাতিল

ডুয়া ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর মধ্যরাতের হামলার পর দক্ষিণ এশিয়ায় যুদ্ধের শঙ্কা নতুন করে উজ্জীবিত হয়েছে। পাকিস্তানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ভারতের সীমান্ত অঞ্চলগুলোতে উদ্বেগ ও সতর্কতা বেড়েছে। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস ও নরওয়ে সফর বাতিল করা হয়েছে। ভারতের সরকারের জ্যেষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মোদির বিদেশ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্র সিএনএনকে বলেছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর স্থগিত করেছেন।’

নরেন্দ্র মোদির বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখনো কোনো কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা আসে।

সামরিক অভিযানের বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, প্রধানমন্ত্রী মোদি বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি পাকিস্তানের ৯টি স্থানে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ নামের সেনা অভিযানের প্রশংসা করেন এবং এটিকে ভারতের তিন বাহিনীর যৌথভাবে গর্বের একটি মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

ভারতের প্রধানমন্ত্রী মন্ত্রিসভাকে জানিয়েছেন, পাকিস্তানে পরিচালিত অভিযান ছিল নিখুঁত ও সুপরিকল্পিত। তিনি উল্লেখ করেন, এই অভিযানে কোনো ভুল হয়নি এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সংবাদ সম্মেলনে তিনি জানান, “জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে রাতের আঁধারে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।”

এই অভিযানে ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটের মধ্যে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ভারতের দাবি, এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন।সূত্র: সিএনএন, এনডিটিভি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে