ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পতনের ধাক্কায় টালমাটাল শেয়ারবাজার

২০২৫ মে ০৭ ১৪:৪০:৪৪
পতনের ধাক্কায় টালমাটাল শেয়ারবাজার

ডুয়া নিউজ : গত কর্মদিবসের মত আজও বুধবার (০৭ মে) দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। এতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে শেয়ারবাজার। আজ সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়েছে যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ৩০ পয়েন্ট কমে দাড়িয়েছে ৪ হাজার ৮০২ দশমিক ৪১ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ১২ দশমিক ৯৪ পয়েন্ট।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৪১ দশমিক ৯২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৪০ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে।

সূচকের পতনে দিনে ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইতে ৫১৬ কোটি ৪৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৪৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকার। অর্থাৎ ৩৩ কোটি ২৭ লাখ ২১ হাজার টাকার লেনদেন কমেছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯টির, কমেছে ৩৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৫২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২০টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭০ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯০ দশমিক ১৮ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ৩ দশমিক ৬৫ পয়েন্ট পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে