ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড

২০২৫ মে ০৭ ১৮:২০:০৯
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড

ডুয়া ডেস্ক : অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে দেশে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরে ইতোমধ্যে ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন, আর ই-রিটার্ন সেবার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন ২০ লাখেরও বেশি করদাতা।

বুধবার (৭ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল ব্যবস্থা করদাতাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইন প্রক্রিয়াকে সহজ ও আরও করদাতাবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এছাড়া, আয়কর দিবসের পরও অনলাইনে রিটার্ন দাখিল সেবা চালু রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিটার্ন দাখিলের পর কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে করদাতারা আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন জমার ১৮০ দিনের মধ্যে সহজেই ঘরে বসে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন। এখন পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে