ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

০৭ মে দর বৃদ্ধির নেতৃত্বে বারাকা পতেঙ্গা পাওয়ার

২০২৫ মে ০৭ ১৪:৩৯:৫৪
০৭ মে দর বৃদ্ধির নেতৃত্বে বারাকা পতেঙ্গা পাওয়ার

ডুয়া ডেস্ক : আজ বুধবার (০৭ মে) সপ্তাহের চতুর্থ কর্মদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া মোট ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি দর বৃদ্ধি হয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারের। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বেড়েছে, যা শতাংশ হিসেবে ৯ দশমিক ৬৩ শতাংশ। এ কারণে কোম্পানিটি আজকের দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। এদিন এর শেয়ারের দর ১ টাকা ৪০ পয়সা বেড়েছে, যা ৫ দশমিক ৪৬ শতাংশ হারে বৃদ্ধি।

তৃতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বেড়েছে, দর বৃদ্ধির হার ৪ দশমিক ৭৯ শতাংশ।

এছাড়াও আজকের দর বৃদ্ধির শীর্ষ ৯ কোম্পানির মধ্যে- বারাকা পাওয়ারের ৩ দশমিক ২৫ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ০৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ২ দশমিক ৪১ শতাংশ, সি পার্ল হোটেলের ১ দশমিক ২৫ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ০ দশমিক ৯৭ শতাংশ এবং শ্যামপুর সুগারের ০ দশমিক ৭২ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে