ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভূপাতিত বিমানের পাইলটদের যে হাল

২০২৫ মে ০৭ ১৩:২৯:৫৩
ভূপাতিত বিমানের পাইলটদের যে হাল

ডুয়া ডেস্ক: ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর পাইলটদের আটক করেছে পাকিস্তান। আজ বুধবার (০৭ মে) সকালে জিও নিউজ, ডনসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। তথ্যমন্ত্রী তারার আরও জানান, বিমানগুলো আখনূর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে।”

পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, “ভারতীয় যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে।”

তবে, যুদ্ধবিমান ধ্বংস হওয়া এবং পাইলটদের বন্দী হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। হামলা নিয়ে ভারতে প্রেস কনফারেন্স চলছে। এ বিষয়ে মন্তব্য আসতে পারে।

এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশবিশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে ভারত, ২০২০ সাল থেকে জেটগুলো ভারতে আসা শুরু করে।

বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে।’

গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযান চালানো হয় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরসহ বিভিন্ন স্থানে। পাকিস্তানের সামরিক গণমাধ্যম আইএসপিআর নিশ্চিত করেছে, এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। যদিও ভারত দাবি করেছে পাকিস্তানে ৭০ জন নিহত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের হামলায় ভারতে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে