ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

জুলাইয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তথ্য চেয়ে ঢাবির বিজ্ঞপ্তি

২০২৫ মে ০৮ ১৩:১৩:০০
জুলাইয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তথ্য চেয়ে ঢাবির বিজ্ঞপ্তি

ডুয়া নিউজ: জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীদের নির্যাতনে সহায়তার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য দিতে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার তথ্যানুসন্ধান কমিটির আহবায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। তথ্য দাতার পরিচয় গোপন থাকবে বলে এতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সরকারের সময়ে (২০০৯-২০২৪) বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীদের নির্যাতনে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা এবং দায়ী শিক্ষক-কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে করণীয় সুপারিশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কর্তৃক একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

'তথ্যানুসন্ধান কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সুষ্ঠুভাবে তথ্যানুসন্ধানের জন্য উপরে বর্ণিত সময়ে শিক্ষার্থী নিপীড়ন এবং বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান অথবা কমিটির কাছে বক্তব্য প্রদানে ইচ্ছুক ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হচ্ছে।'

উক্ত বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও বক্তব্য প্রদানে আগ্রহীদের নাম, ঠিকানা তথ্যানুসন্ধান কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়: E-mail: [email protected], Cell: 01817579778)-এর নিকট আগামী ২২/০৫/২০২৫ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে