ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝাড়লেন হাসনাত

২০২৫ মে ০৮ ১৩:২৬:৪৬
অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝাড়লেন হাসনাত

ডুয়া ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত গণহত্যার ঘটনার কোনো দৃশ্যমান বিচার হয়নি। এর বিপরীতে, সাবেক সরকারে থাকা মন্ত্রী ও সংসদ সদস্যরা দেশ ছেড়ে বিদেশে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছেন। সর্বশেষ বুধবার দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়ে যাওয়ার পর রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে।

এই প্রেক্ষাপটে, অন্তর্বর্তী সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৮ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি লিখেছেন, “খুনিকে দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়।”

আরও লিখেছেন, “দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও তা শুরু হয়নি। অথচ আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?”

পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, “তা ইন্টেরিম সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?”

উল্লেখ্য, গত জুলাই মাসে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর নয় মাস পার হয়েছে। এর মধ্যে বুধবার রাত ৩টা ৫ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করেন, যা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে