ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারতের হামলার জবাবে পাকিস্তানের গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত

২০২৫ মে ০৮ ০৬:৪৪:৪৪
ভারতের হামলার জবাবে পাকিস্তানের গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত

ডুয়া ডেস্ক নিউজ: ভারতের চালানো সামরিক অভিযানের জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তজুড়ে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তানি সেনারা। এতে নিহত হয়েছেন ভারতের সেনাবাহিনীর একজন সদস্য — ল্যান্স নায়েক দিনেশ কুমার। বুধবার (৭ মে) রাত ১১টার দিকে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর (১৬ কোর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, “হোয়াইট নাইট কোরের জিওসি ও সকল সদস্য ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানায়। তিনি ৭ মে পাকিস্তানের গোলাবর্ষণের সময় প্রাণ হারিয়েছেন। আমরা পুঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের পাশে আছি।”

এ নিয়ে চলমান সংঘাতে ভারতের নিহতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে, যার মধ্যে ১২ জনই বেসামরিক নাগরিক।

সীমান্তজুড়ে উত্তেজনা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের গোলাবর্ষণের উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে বিশেষত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলার বিভিন্ন সেক্টরে গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। প্রধান আঘাত হেনেছে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি, শাহপুর, মানকোট এবং রাজৌরির লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়।

সরকারি সূত্র জানায়, সীমান্তবর্তী অনেক গ্রামবাসী ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন। কামালকোট, সালামাবাদ, দাচনা ও গিঙ্গাল গ্রামে পাকিস্তানের নিক্ষিপ্ত গোলার আঘাতে অন্তত ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনা-পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে