ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রুট পরিবর্তনে লাগছে বাড়তি সময়, বেড়েছে বিমানের জ্বালানি ব্যয়ও

২০২৫ মে ০৮ ১১:২৫:১১
রুট পরিবর্তনে লাগছে বাড়তি সময়, বেড়েছে বিমানের জ্বালানি ব্যয়ও

ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আকাশপথে চলাচলকারী ফ্লাইটগুলোতে। নিরাপত্তার কারণে বাংলাদেশের বিভিন্ন বিমানসংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। ফলে ফ্লাইট পরিচালনায় সময় যেমন বেড়েছে তেমনি বেড়েছে জ্বালানি খরচও। তবে হজ ফ্লাইটগুলো এই পরিস্থিতিতে প্রভাবিত হয়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ভারত-পাকিস্তান আকাশপথ এখন অনিরাপদ বিবেচনায় নেওয়া হচ্ছে। বুধবার পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার কারণে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প গন্তব্যে অবতরণ করতে হয়েছে। এর মধ্যে একটি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ওমানের মাসকটে, একটি জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট দুবাইয়ে অবতরণ করে এবং আরেকটি কুয়েতে ফিরে যায়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বিকল্প রুট ব্যবহারের কারণে বুধবার মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ৩০ মিনিট দেরিতে পৌঁছায়। তবে বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বলেন, সব ফ্লাইট এখন পাকিস্তান এড়িয়ে ওমান উপসাগর হয়ে আরব আমিরাতের দিক দিয়ে চলাচল করছে। এতে সময় ও জ্বালানি ব্যয় বাড়লেও টিকিটের দাম বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, তাদের ফ্লাইটগুলো এখন করাচির পরিবর্তে মুম্বাইয়ের আকাশসীমা ব্যবহার করে গন্তব্যে যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে