ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

২০২৫ মে ০৮ ১৭:০৪:০০
আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

ডুয়া ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকায় পরিচালিত এক অভিযানে প্রায় ৮ শতক জমি থেকে ১১টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ঝংকার মোড় সংলগ্ন সরকারি জমিতে একাধিক পক্ষ অবৈধভাবে দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। উদ্ধারকৃত জমির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

এ বিষয়ে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে দখলদাররা ভাড়া তুলছিল। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে