ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

জবির প্রশাসনিক ভবনে তালা

২০২৫ মে ০৮ ১৫:১৬:৫৬
জবির প্রশাসনিক ভবনে তালা

ডুয়া ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগানে চত্বর মুখর করে তোলেন।

তাদের স্লোগান ছিল— ‘আমাদের দাবি মানতে হবে’, ‘এই তালা খুলবে না’, ‘ইউজিসির বৈষম্য চলবে না’, ‘বৈষম্যমূলক বাজেট মানি না মানবো না’। একপর্যায়ে তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

২০১৯-২০ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “বিশ্ববিদ্যালয় হিসেবে জবিতে এখনও কোনো আবাসিক হল নেই। এতে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এর আগেও আমরা হল নির্মাণের দাবিতে আন্দোলন করেছি এবং প্রশাসনের আশ্বাসে তা স্থগিত করেছি। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

শিক্ষার্থীদের চার দফা দাবি:

১. বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা বরাদ্দ।

২. ২য় ক্যাম্পাস, ড. হাবিবুর রহমান হল এবং বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে ২০২৫-এর মধ্যে শুরু।

৩. ক্যাম্পাস ও হল নির্মাণে অগ্রগতির প্রতিবেদন প্রতি ১৫ দিন অন্তর মুক্তমঞ্চে উপস্থাপন।

৪. আগামী ১৫ মে ২০২৫-এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: জবি তালা

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে