ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

‘জেড’ ক্যাটাগরির শেয়ার ছেড়েছে বিনিয়োগকারীরা

২০২৫ মে ০৮ ১৯:৩২:৩৩
‘জেড’ ক্যাটাগরির শেয়ার ছেড়েছে বিনিয়োগকারীরা

ডুয়া নিউজ : আজ ০৮ মে দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৯০২ দশমিক ২৭ পয়েন্টে।

লেনদেন অংশ নেয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে মাত্র ১০টি কোম্পানির। যার মধ্যে ৬টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। ‘জেড’ ক্যাটাগরিতে অনাগ্রহের কারণে শেয়ার না ক্রয় করে বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা। ডিএসইর দর কমার তালিকায় ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের আধিপত্য দেখা গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

দর কমে যাওয়া কোম্পানিগুলো হলো- মেঘনা কনডেন্স মিল্ক, এসকে ট্রিমস, নর্দার্ন ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, জাহিন টেক্স এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা কনডেন্স মিল্কের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা কমে দাঁড়িয়েছে ২০ টাকা ৬০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে এসকে ট্রিমসের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৪০ পয়সা কমে দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ নর্দার্ন ইন্স্যুরেন্সের দর ৩ টাকা বা ২.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭ টাকা ২০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- রেনউইক যজ্ঞেশ্বরের ২.৩৫ শতাংশ, জাহিন টেক্সের ২.২৭ শতাংশ বা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২.২২ শতাংশ দর কমেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে