ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নতি

২০২৫ মে ০৮ ১৮:৩৩:২৭
মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নতি

ডুয়া ডেস্ক: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত সর্বশেষ মানব উন্নয়ন সূচক (এইচডিআই) অনুযায়ী, বাংলাদেশ এক ধাপ অগ্রগতি অর্জন করেছে। ১৯৩টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ এখন ১৩০তম স্থানে রয়েছে।

‘এ ম্যাটার অব চয়েস: পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক এই প্রতিবেদনটি ইউএনডিপি প্রকাশ করে গতকাল মঙ্গলবার। ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩১তম, যা ২০২৩ সালে এক ধাপ এগিয়ে হয়েছে ১৩০তম। এইচডিআই মানেও উন্নতি দেখা গেছে—২০২২ সালের ০.৬৮০ থেকে ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ০.৬৮৫।

সর্বশেষ মানব উন্নয়ন সূচক অনুযায়ী, বাংলাদেশ এখনও মধ্যম মানব উন্নয়ন শ্রেণিতে রয়েছে। তবে এইচডিআই মান শূন্য দশমিক ৭০০-এর কাছাকাছি পৌঁছানোর ফলে দেশটি এখন উচ্চ মানব উন্নয়ন স্তরের দ্বারপ্রান্তে।

মানব উন্নয়ন সূচক (এইচডিআই) মূলত দীর্ঘ ও সুস্থ জীবন, শিক্ষা অর্জন এবং সম্মানজনক জীবনযাত্রার গড় অগ্রগতি বিবেচনায় তৈরি করা হয়।

১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশে এইচডিআই-এর গড় বার্ষিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৬৭ শতাংশ।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের গড় আয়ু বর্তমানে ৭৪ দশমিক ৭ বছর। এর মধ্যে নারীদের গড় আয়ু ৭৬ দশমিক ৪ বছর এবং পুরুষদের ৭৩ বছর।’

ইউএনডিপি বলছে, ‘বাংলাদেশের প্রত্যাশিত শিক্ষা বছর ১২ দশমিক ৩ এবং গড় বছর ৬ দশমিক ৮। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, ক্রয় ক্ষমতা সাম্যের ভিত্তিতে মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) ৮ হাজার ৪৯৮ ডলার।’

প্রতিবেদনে বাংলাদেশের আয় বণ্টনে বিরাজমান দীর্ঘস্থায়ী বৈষম্যের চিত্রও উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, দেশের সবচেয়ে দরিদ্র ৪০ শতাংশ মানুষের হাতে জাতীয় আয়ের মাত্র ২০ দশমিক ৪ শতাংশ রয়েছে। বিপরীতে, সর্বোচ্চ ধনী ১০ শতাংশ জনগোষ্ঠী ভোগ করছে ২৭ দশমিক ৪ শতাংশ আয়, যার মধ্যে শীর্ষ ১ শতাংশের দখলে রয়েছে মোট আয়ের ১৬ দশমিক ২ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, ‘বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে ভারত—১৩০তম। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা, অবস্থান ৮৯তম (এইচডিআই মান শূন্য দশমিক ৭৭৬)। অন্যদিকে, নেপাল ১৪৫তম (শূন্য দশমিক ৬২২) এবং পাকিস্তান ১৬৮তম (শূন্য দশমিক ৫৪৪) স্থানে রয়েছে।’

সর্বশেষ মানব উন্নয়ন সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে আইসল্যান্ড, যার এইচডিআই মান ০.৯৭২। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নরওয়ে ও সুইসারল্যান্ড, যাদের মান ০.৯৭০। অন্যদিকে, তালিকার সর্বনিম্ন স্থানে রয়েছে দক্ষিণ সুদান, যার অবস্থান ১৯৩তম এবং এইচডিআই মান মাত্র ০.৩৮৮।

প্রতিবেদনে অংশ নেওয়া দেশগুলোকে মানব উন্নয়নের মাত্রা অনুযায়ী চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—অত্যন্ত উচ্চ, উচ্চ, মধ্যম এবং নিম্ন মানব উন্নয়ন। এই তালিকায় বাংলাদেশ এখনও মধ্যম মানব উন্নয়ন স্তরেই অবস্থান করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে