ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রেকর্ড বইয়ে নতুন অধ্যায় লিখলেন ধোনি

২০২৫ মে ০৮ ২০:২২:৫১
রেকর্ড বইয়ে নতুন অধ্যায় লিখলেন ধোনি

ডুয়া ডেস্ক : আইপিএলে একের পর এক রেকর্ড ভাঙা যেনো ধোনির কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার! বয়স তার কাছে যেন শুধুই সংখ্যা। বুধবার (৭ মে) কলকাতার বিপক্ষে ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ উইকেটে অবদান রেখে আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

নুর আহমেদের এক ওভারে প্রথমে সুনিল নারিনকে স্টাম্পিং করেন ধোনি, এরপর আঙ্কৃশ রাঘুভানশির ক্যাচ নেন তিনি। আর এতেই আইপিএলে ২০০ ডিসমিসাল পূর্ণ করার অনন্য কীর্তি গড়েন।

২৬৯ ইনিংসে ধোনির এই ২০০ ডিসমিসালের মধ্যে ১৫৩টি ক্যাচ ও ৪৭টি স্টাম্পিং। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিনেশ কার্তিকের ডিসমিসাল ১৭৪, আর তৃতীয় স্থানে থাকা ঋদ্ধিমান সাহার ১১৩। বর্তমানে খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ধোনির পরে রয়েছেন রিশভ পন্ত, যার ১১২ ইনিংসে ডিসমিসাল সংখ্যা ১০০।

এদিন ধোনির এই রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গে জয়ও তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে চলতি মৌসুমে ১২ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে দলটি, ফলে অনেক আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে