ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মৌলভিত্তির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, আগ্রহের কেন্দ্রে পাঁচ কোম্পানি

২০২৫ মে ০৯ ২২:৪২:১৬
মৌলভিত্তির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, আগ্রহের কেন্দ্রে পাঁচ কোম্পানি

ডুয়া নিউজ: গেল সপ্তাহে (০৪-০৮ মে) দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, আইসিবি সোনালী ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, আইএসএন, এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও ব্যাংক এশিয়া।

কোম্পানিগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ার রয়েছে ৫টি। যেগুলো হলো-আইসিবি সোনালী ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড ও ব্যাংক এশিয়া।

অন্যদিকে, ‘বি’ ক্যাটাগরির শেয়ার রয়েছে ৪টি। শেয়ারগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা মিডল্যান্ড ব্যাংক ও আইএসএন। আর ‘জেড’ ক্যাটাগরির রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।

বিনিয়োগকারীদের মানসম্পন্ন শেয়ারে মনোযোগ

বাজার বিশ্লেষকরা বলছেন, দর বৃদ্ধি শীর্ষ তালিকায় ‘এ’ ক্যাটাগরির শেয়ারের আধিক্য বিনিয়োগকারীদের মধ্যে গুণগত কোম্পানির প্রতি ঝোঁক বাড়ার ইতিবাচক ইঙ্গিত বহন করছে।

‘এ’ ক্যাটাগরির শেয়ার মানে এমন কোম্পানি যেগুলো বিনিয়োগকারীদের নিয়মিতভাবে ডিভিডেন্ড দেয় এবং নির্ধারিত সময়মতো বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করে। এই শ্রেণির কোম্পানিগুলোকে সাধারণত শক্ত মৌলভিত্তির ও কম ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। বাজারে যখন অনিশ্চয়তা থাকে, তখন সচেতন বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে এই কোম্পানিগুলোর দিকেই ঝুঁকে থাকেন।

গত সপ্তাহে শীর্ষে থাকা এ ক্যাটাগরির পাঁচটি কোম্পানি হচ্ছে—বারাকা পতেঙ্গা পাওয়ার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবলস এবং এসএস স্টিল। এদের মধ্যে কিছু কোম্পানি সম্প্রতি ভালো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, আবার কিছু কোম্পানির শেয়ারদর বেড়েছে বাজারে নির্দিষ্ট খাতভিত্তিক চাহিদা ও প্রত্যাশা থেকে।

বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত

‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো সাধারণত ডিভিডেন্ড দিলেও তা নিয়মিত নয় এবং কিছু ক্ষেত্রে ব্যবসায়িক ভিত্তি দুর্বল থাকে। তবে যেহেতু ৪টি বি ক্যাটাগরির কোম্পানি শীর্ষ ১০–এ উঠে এসেছে, তাতে বোঝা যায়—বাজারে ধীরে ধীরে গতি ফিরছে এবং উচ্চ ঝুঁকির শেয়ারেও কিছুটা আগ্রহ তৈরি হয়েছে। তবে বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকি না নিয়ে গুণগত প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চাইছেন—যা ‘এ’ ক্যাটাগরির আধিক্য থেকে পরিষ্কার।

বাজার উন্নয়নে ইতিবাচক বার্তা

বাজার বিশ্লেষকরা মনে করেন, বিনিয়োগকারীদের এমন প্রবণতা শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অত্যন্ত ইতিবাচক। কারণ এতে করে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর শেয়ারবাজারে অবস্থান শক্ত হবে, বিনিয়োগকারীরা নিরাপদে থাকবে এবং বাজারে অস্থিরতা কমবে।

বাংলাদেশের শেয়ারবাজার অতীতে নানা সময়ে অতিরঞ্জিত গুজব ও খাতভিত্তিক অস্বাভাবিক দরবৃদ্ধির শিকার হয়েছে। কিন্তু সাম্প্রতিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে—বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়ছে, তারা ঝুঁকি বিবেচনায় গুণগত কোম্পানির দিকেই ঝুঁকছেন।

‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীদের এই বাড়তি আগ্রহ শুধু বাজারে স্থিতিশীলতা নয়, ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্যও একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। বাজারের স্বাভাবিক উন্নয়ন এবং বিনিয়োগ পরিবেশ রক্ষায় এটি নিঃসন্দেহে একটি শুভ লক্ষণ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে