ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফের গোলাগুলি শুরু, সীমান্তে উত্তেজনা তুঙ্গে

২০২৫ মে ০৯ ১০:৩০:১১
ফের গোলাগুলি শুরু, সীমান্তে উত্তেজনা তুঙ্গে

ডুয়া ডেস্ক: ভারতের সামরিক ঘাঁটি ও শহরগুলোর ওপর পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এলাকায় আবারও উত্তেজনা চরমে উঠেছে। শুক্রবার সকাল থেকে কুপওয়ারা ও উরিতে পাকিস্তানি সেনারা গোলাগুলি শুরু করে, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও।—খবর এনডিটিভি

ভারতীয় গণমাধ্যম জানায়, পাকিস্তানের আগেরদিনের গোলাবর্ষণে ১৬ জন নিহত হন। এর প্রেক্ষিতে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। শ্রীনগর, জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন ‘ব্ল্যাকআউট’ চলছে। বিশেষ করে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলা ও রাজস্থানের বিকানের, জোধপুর ও বর্মের এলাকায় রাতভর বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, পাকিস্তানের ব্যর্থ ড্রোন হামলার পর পরিস্থিতি মূল্যায়নে তিনি জম্মু যাচ্ছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর পাকিস্তান রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবের বিভিন্ন শহরে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে, তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেগুলো প্রতিহত করে। বিশেষ করে জম্মু, পাঠানকোট ও উদমপুরের সামরিক ঘাঁটিগুলো ছিল মূল লক্ষ্য।

এদিকে আরব সাগরে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে সফল অভিযানে অংশ নিচ্ছে ভারতীয় নৌবাহিনী। সূত্র জানায়, পাল্টা আঘাতে বেশ কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২৪টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, শিমলা, জোধপুর, জম্মু ও পাঠানকোট।

পাঞ্জাব সরকার সীমান্তবর্তী ছয়টি জেলায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। চণ্ডীগড় ও রাজস্থানের শিক্ষাপ্রতিষ্ঠানেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির ডিপিএস আর কে পুরম ও ডিপিএস মথুরা রোড স্কুলও আজ বন্ধ রয়েছে।

ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে ধর্মশালায় অনুষ্ঠিতব্য আইপিএল ম্যাচ—পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস—বাতিল করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থায় দিল্লিতে আনা হয়েছে।

এই পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “এটা আমাদের দায়িত্ব নয়। এটি এমন একটি সংঘাত, যার ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই এবং এতে যুক্ত হওয়ার প্রয়োজনও নেই।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে