ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভিসা নিয়ে হজযাত্রীদের জন্য নতুন সুবিধা চালু

২০২৫ মে ০৯ ১১:০৪:০১
ভিসা নিয়ে হজযাত্রীদের জন্য নতুন সুবিধা চালু

ডুয়া ডেস্ক: হজযাত্রীদের সুবিধার্থে নতুন একটি অপশন চালু করেছে হজ কর্তৃপক্ষ। এখন থেকে কোনো হজযাত্রী চাইলে তার হজ ভিসা বাতিল করতে পারবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) জারিকৃত এই প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপসচিব মো. মামুন আল ফারুক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সৌদি ই-হজ পোর্টাল ২০২৫ সালের হজে ভিসা পাওয়া হজযাত্রীদের জন্য ভিসা বাতিলের সুবিধা চালু করেছে। এই অপশনের মাধ্যমে প্রয়োজন হলে যেকোনো হজযাত্রী তার ভিসা বাতিল করতে পারবেন।

তবে ভিসা বাতিলের ক্ষেত্রে হজযাত্রীর কাছ থেকে প্রদত্ত ভিসা ফি ও ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কেটে রাখা হবে। বিষয়টি হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে