ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তিন প্রক্রিয়ায় নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ!

২০২৫ মে ০৯ ১২:৩০:১৬
তিন প্রক্রিয়ায় নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ!

ডুয়া ডেস্ক: ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি আরও জোরালো হয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখনো সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি, তবে ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের গোপনে দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নিচ্ছেন।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে জানান, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এক গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে তিনটি প্রধান প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে:

১. আদালতের রায়: যদি আদালত কোনো রায়ে দলটিকে অবৈধ বা সাংবিধানিক বিরোধী ঘোষণা করে।

২. নির্বাচন কমিশনের সিদ্ধান্ত: নিবন্ধন বাতিলের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা।

৩. গণদাবি বা জাতীয় ঐক্যমত্য: দেশের সাধারণ জনগণ ও অন্যান্য রাজনৈতিক দল একমত হয়ে প্রস্তাব দিলে।

তিনি আরও বলেন, এর আগেও দেশে রাজনৈতিক দল নিষিদ্ধের নজির রয়েছে এবং আইনি কাঠামো অনুযায়ী পদক্ষেপ নেওয়া সম্ভব।

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামী শুক্রবার (৯ মে) বাদ জুমা দক্ষিণাঞ্চলে বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, দল নিষিদ্ধ হলেই তিনি রাজনীতিতে ফিরে আসবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে