ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা হাসনাতের

২০২৫ মে ০৯ ১৭:০২:৪৫
আ.লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা হাসনাতের

ডুয়া নিউজ: এবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

দুপুর পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে।

এর আগে, গতকাল (৮ মে) রাত থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করে। শুক্রবার সকাল পর্যন্ত এবং এখনো এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যাচ্ছে।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার জুমার নামাজের পর মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে একটি বড় সমাবেশের ঘোষণা দেন। যমুনার পাশে চলমান বিক্ষোভ কর্মসূচিতে তিনি দলমত নির্বিশেষে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে