ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধ ইস্যুতে মুখ খুললেন ড. আসিফ নজরুল
ডুয়া ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশ ছেড়েছেন বলে জানা গেছে। ৭ মে দিবাগত রাত ৩টার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল শুক্রবার (৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্তারিত মন্তব্য করেন।
ড. আসিফ জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, যা ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, “আব্দুল হামিদের বিদেশগমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা সংস্থার। এটি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়।” তিনি আরও বলেন, “আমার মন্ত্রণালয়ের আওতায় কেবল নিম্ন আদালতের বিচারকরা রয়েছেন। তাদের দায়িত্ব নয় বিমানবন্দর পাহারা দেওয়া বা কাউকে আটকে দেওয়া।”
আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গে ড. আসিফ জানান, আইসিটি আইনের খসড়ায় সংগঠন নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছিল এবং তিনি নিজেই তা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেন। তিনি বলেন, “আমি যেটা উত্থাপন করেছি, সেটার বিরোধিতা করবো—এটা ভাবার কোনো কারণ নেই। উপদেষ্টা পরিষদের প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিত।”
তিনি আরও লেখেন, “আওয়ামী লীগ নিষিদ্ধকরণে আমাদের মধ্যে মতভেদ নেই, তবে পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকতে পারে। প্রয়োজনে আইসিটি আইন সংশোধন করা সম্ভব এবং সন্ত্রাস দমন আইনসহ অন্যান্য আইনের আওতায়ও দলটিকে নিষিদ্ধ করা যেতে পারে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, “যদি রাজনৈতিক দলগুলো চায় বা আদালতের কোনো পর্যবেক্ষণ বা রায় আসে তাহলে দ্রুত ও আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে, ইনশাল্লাহ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো