ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
রাজনৈতিক দলগুলোকে বিশেষ নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে, পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আজ ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৪ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের আগে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, জনসভা, চলাচল এবং সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে—সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনাসহ প্রটোকল দেওয়া হবে। বিশেষ করে গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত মূল হামলাকারী ও তার সহযোগীদের শনাক্ত করা হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে। প্রধান সন্দেহভাজন যেন দেশত্যাগ করতে না পারে, সেজন্য শুক্রবার রাতেই দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও তথ্য পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি ও র্যাবের টহল জোরদার করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, প্রধান সন্দেহভাজন ব্যক্তি আইটি ব্যবসায়ী পরিচয়ে গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ গত ২১ জুলাই তিনি সিঙ্গাপুর ভ্রমণ করেন। দেশের ভেতরে তার অবস্থান কয়েকবার শনাক্ত হলেও ঘন ঘন স্থান পরিবর্তনের কারণে তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।
মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট ও আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। ভারত সরকারকে তার ও তার অনুসারীদের ‘ফ্যাসিস্ট ও সন্ত্রাসী’ কর্মকাণ্ড বন্ধের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া হাদির হামলাকারীরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে এবং পালিয়ে গেলে তাদের আটক করে ফেরত দেওয়া হয়, সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল-দেখুন সরাসরি