ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান করল ভারত
নিজস্ব প্রতিবেদক: ভারতের হাইকমিশনারকে ঢাকায় তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে দাবিসমূহ জানিয়েছিল, তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে কিছু দাবি তুলে ধরে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ করা হয়। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, ১৪ ডিসেম্বরের বাংলাদেশের প্রেস নোটে উল্লিখিত বক্তব্যের কোনো অংশই তারা গ্রহণ করছে না।
ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটি সবসময়ই বাংলাদেশের স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য তার অবস্থান প্রকাশ করেছে। পাশাপাশি, বন্ধুপ্রতীম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারতের ভূখণ্ড কখনো ব্যবহৃত হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দেশের অন্তর্বর্তী সরকার যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, সে বিষয়েও তারা আশাবাদী।
এর আগে রোববার বিকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন। এ কারণে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে।
সেখানে বাংলাদেশ আরও দাবি জানায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে প্রত্যার্পণ করা হোক, যেন তারা আদালতের নির্দেশিত কার্যাবলী পালন করতে পারেন।
এছাড়া, বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনরা ভারতে আশ্রয় নিতে না পারে, সেক্ষেত্রে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে।
ভারতীয় হাইকমিশনার এই প্রসঙ্গে জানিয়েছেন, তার দেশ আশা করছে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস