ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
বিদায়ী অভিভাষণে যা বললেন প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ
নিজস্ব প্রতিবেদক: বিচারকদের অনেক অভিমত রাষ্ট্র ও ইতিহাসের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রোববার বিদায়ী অভিভাষণে বলেছেন, বিচারকদের অনেক অভিমতই রাষ্ট্র ও ইতিহাসের গতিপথ নির্ধারণে অসামান্য ভূমিকা রাখে। তিনি ২৭ ডিসেম্বর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করবেন।
সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেওয়া বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি বলেন, বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ অসাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে। অনেক বিচারক দুঃশাসনের বলয়কে আবরণ করেছেন এবং অন্যায় ও অবিচারে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থেকেছেন। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে এই নৈতিক বিচ্যুতি জনসাধারণকে প্রতিরোধমূলক পদক্ষেপে বাধ্য করার অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।
তিনি বিচারকদের প্রতি অনুরোধ জানান, জ্ঞান অর্জন ও পাঠাভ্যাসকে জীবনের পরম দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। অধ্যয়ন, গবেষণা ও বিচারচর্চায় নিজেদের সর্বক্ষণ নিয়োজিত রাখা অপরিহার্য। শুধু কর্মসম্পাদন নয়, বরং কর্মের উৎকর্ষ অনুসন্ধান বিচারক জীবনের মূল ভিত্তি হওয়া উচিত। তিনি আরও বলেন, প্রথাগত পড়াশোনার বাইরে সমাজ, সংস্কৃতি, নৃতত্ত্ব, ইতিহাস, অর্থনীতি ও রাষ্ট্রচিন্তার জগতে জ্ঞান বিস্তৃত করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ-বিজ্ঞান, সাইবার নিরাপত্তার মতো বৈচিত্র্যপূর্ণ শাখাতেও বিচরণ বাড়ানো জরুরি। কারণ মানুষের দৈনন্দিন জীবনের যে কোনো ঘটনার বিরোধ আদালতের দ্বারস্থ হতে পারে।
প্রধান বিচারপতি ঐতিহাসিক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রসঙ্গও টেনে বলেন, পৃথক সচিবালয় এবং বিচার বিভাগের স্বাধীনতাকে সংরক্ষণ করতে হবে। অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের জন্য দ্রুত ও সুষ্ঠু সুবিচার নিশ্চিত করা সকল বিচারকের দায়িত্ব। তিনি বলেন, আইন বৃহত্তর রাজনীতির অংশ হলেও বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। ক্ষমতাবান শাসকগোষ্ঠীর ভারসাম্য রক্ষার দায়িত্ব শুধু বিচারক নয়, তা নির্বাহী বিভাগ ও পুলিশের কাজ।
সমাপনী অভিভাষণে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, দেশের সকল জেলার জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো