ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘিরে জমায়েত হচ্ছেন জুলাই যোদ্ধারা

২০২৫ মে ০৯ ১৫:৩৩:১৪
‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘিরে জমায়েত হচ্ছেন জুলাই যোদ্ধারা

ডুয়া ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্যে ‘আপ বাংলাদেশ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (৯ মে) বিকাল ৪ টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে।

ইতোমধ্যে বিভিন্ন প্রজন্মের জুলাই যোদ্ধারা অনুষ্ঠানস্থলে জমায়েত হতে শুরু করেছেন। আয়োজকরা জানিয়েছেন, এই প্ল্যাটফর্ম হবে গণতান্ত্রিক মূল্যবোধ, ঐক্য এবং ন্যায়ের পক্ষে একটি সংগঠিত কণ্ঠ।

উদ্বোধনী এ আয়োজনে থাকবে স্মৃতিচারণা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা। এই উদ্যোগ নতুন করে দেশে সচেতন নাগরিকদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম গঠনের আশা জাগিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে