ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি

২০২৫ মে ০৯ ২২:৫১:৩২
যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির পরিস্থিতি এখনও অনুকূলে রয়েছে। ২০২৫ সালের প্রথম তিন মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ শীর্ষে রয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে প্রায় ২৭ শতাংশ।

এই সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি বেড়েছে প্রায় ১১ শতাংশ। তবে চীনের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৪ শতাংশ এবং ভিয়েতনামের প্রায় ১৪ শতাংশ। তুলনামূলকভাবে, বাংলাদেশ থেকে রপ্তানি বেড়েছে তার দ্বিগুণেরও বেশি, যা দেশটির তৈরি পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, `তিন মাসে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ২২২ কোটি ৪০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭৬ কোটি ডলারের কিছু কম।'

তবে রপ্তানির হার আগের বছরের একই সময়ের তুলনায় বাড়লেও, মোট রপ্তানির পরিমাণে এখনো চীন ও ভিয়েতনামের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে