ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তিন দাবিতে কাল ঢাকা ও সারাদেশে গণজমায়েত ঘোষণা

২০২৫ মে ০৯ ২৩:৪৯:৩৩
তিন দাবিতে কাল ঢাকা ও সারাদেশে গণজমায়েত ঘোষণা

ডুয়া নিউজ: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করাসহ ৩ দাবিতে কাল শনিবার শাহবাগসহ সারাদেশে গণজমায়েত ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ শুক্রবার রাত ১০ টায় শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। তাদের বাকি দুইটি দাবি হলো- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের অবস্থান কর্মসূচির ২৫ ঘন্টা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের তিনদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।

হাসনাত বলেন, আগামীকাল সারা ঢাকা থেকে যারা আওয়ামী নিপীড়নের শিকার হয়েছে, পিলখানা, শাপলা, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড, গুম, খুন শিকার হয়েছে। সবার অংশগ্রহণে শাহবাগে বিকেল তিনটায় গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশে জুলাই পয়েন্টে অর্থাৎ যেসব পয়েন্টে জুলাই আন্দোলন হয়েছে সেসব পয়েন্টে গণ জমায়েত ঘোষণা করছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে