ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভারতে বন্ধ বাংলাদেশের ৪ টিভির ইউটিউব চ্যানেল

২০২৫ মে ০৯ ২৩:০৯:৩৪
ভারতে বন্ধ বাংলাদেশের ৪ টিভির ইউটিউব চ্যানেল

ডুয়া ডেস্ক: বাংলাদেশের চারটি টেলিভিশন চ্যানেল—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দিয়েছে ইউটিউব। জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে ধরে ভারত সরকারের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৯ মে) এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয় বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা ‘ডিজিটালি রাইট’-এর তথ্য যাচাই প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, 'যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না। ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে।' তাতে বলা হয়, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

ডিসমিসল্যাব আরও বলেছে, 'তাদের প্রতিবেদন প্রকাশের সময় (শুক্রবার রাত আটটা) পর্যন্ত চ্যানেলগুলোতে প্রবেশ করা যায়নি। যমুনা টিভির সঙ্গে ডিসমিসল্যাব যোগাযোগ করলে চ্যানেলটি জানিয়েছে, ইউটিউব থেকে ব্লক–সম্পর্কিত একটি আনুষ্ঠানিক নোটিশ তারা পেয়েছে।'

ডিসমিসল্যাব বাংলাদেশের চারটি টিভি চ্যানেলের ইউটিউব লিংক নয়াদিল্লি ও কলকাতার দুই সাংবাদিককে পাঠায়। উভয় সাংবাদিক নিশ্চিত করেন যে, এসব চ্যানেলে আর প্রবেশ করা যাচ্ছে না। তাঁরা একটি স্ক্রিন রেকর্ডিংও ডিসমিসল্যাবকে পাঠান। উল্লেখ্য, ভারত সরকার যদি কোনো কনটেন্ট বা ইউটিউব চ্যানেলকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে, তবে তা ব্লক করার নির্দেশ দেওয়ার অধিকার রাখে।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, 'দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছে, ভারত সরকার আট হাজারের বেশি ‘অ্যাকাউন্ট’ ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।'

ডিসমিসল্যাবের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের নির্দেশে এক ডজনের বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল, রাজনীতিক, ক্রীড়াবিদ ও বিনোদনজগতের তারকাদের ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রাম আইডিও ব্লক করে দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে