ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি

২০২৫ মে ১০ ১১:৩৩:০২
বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি

ডুয়া ডেস্ক: সিলেট সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে ভারতের মেঘালয় রাজ্য কর্তৃপক্ষ।

হিন্দুস্থান টাইমসের খবরে জানানো হয়, শুক্রবার (৯ মে) জারি করা এক আদেশে জেলা ম্যাজিস্ট্রেট জানান, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে এবং তা পরবর্তী দুই মাস বলবৎ থাকবে।

এই কারফিউ জিরো লাইন থেকে ভারতীয় ভূখণ্ডের এক কিলোমিটার অভ্যন্তরে প্রযোজ্য হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং গরু, পান-সুপারি, শুঁটকি, বিড়ি-সিগারেট, ও চা পাতাসহ বিভিন্ন পণ্যের চোরাচালান রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেই ভারত ‘বাংলাদেশি’ পরিচয়ে শতাধিক মানুষকে সীমান্ত পথে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে জানা গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে