ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির থেকে হজ ফ্লাইট বাতিল

২০২৫ মে ১০ ১৬:১৯:১২
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির থেকে হজ ফ্লাইট বাতিল

ডুয়া ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল গোলাগুলি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির থেকে হজগামী সব ফ্লাইট আগামী ১৪ মে পর্যন্ত বাতিল করা হয়েছে।

আজ শনিবার (১০ মে) জম্মু-কাশ্মিরের হজ কমিটি জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক এক নোটিশে জম্মু-কাশ্মির হজ কমিটি বলেছে, “হজযাত্রীদের ধৈয্য ধরা এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হলো।”

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিকল্প কোনো ব্যবস্থা বা শিডিউল পরিবর্তন করা হলে হজযাত্রীদের জানিয়ে দেওয়া হবে। আগামী মাসে সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালিত হবে।’

শুক্রবার মধ্যরাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায় ভারত। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা আক্রমণ শুরু করে। ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ নামে এই অভিযানে তারা ভারতের বিভিন্ন বিমানঘাঁটি ও সামরিক স্থাপনায় মিসাইল নিক্ষেপ করে।

জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বাসিন্দারা জানিয়েছেন, “পাকিস্তানের হামলার কারণে তাদের মধ্যে বেশ আতঙ্কের সৃষ্টি হয়।”

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, “ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমন্বিত শক্তিশালী হামলা চালিয়েছে।” তিনি জানান, ভারত যেসব সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে সেগুলো লক্ষ্য করেই পাকিস্তান হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তান তাদের নিরীহ মানুষের রক্তের বদলা নিয়েছে।”

সূত্র: আল জাজিরা

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে