ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের

২০২৫ মে ১১ ১২:০৭:২৫
ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের

ডুয়া ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি ও শর্তহীন আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ১৫ মে’র মধ্যেই এ আলোচনা শুরু হওয়া উচিত এবং সেটি যেন হয় “গভীর ও সিরিয়াস”। তার ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য হলো সংঘাতের মূল কারণগুলো দূর করে একটি স্থায়ী ও টেকসই শান্তির দিকে অগ্রসর হওয়া।

শনিবার রাতে ক্রেমলিন থেকে দেওয়া এক বিরল ভিডিও ভাষণে পুতিন এই প্রস্তাব দেন। এই প্রস্তাব এসেছে এমন এক সময়, যখন ইউরোপীয় নেতারা কিয়েভ সফর করে রাশিয়াকে ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মতির আহ্বান জানিয়েছেন। এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, জার্মান চ্যান্সেলর এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একত্রে সংবাদ সম্মেলনে অংশ নেন।

তারা জানান, যুদ্ধবিরতির বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর রাশিয়াকে একটি সময়সীমার মধ্যে জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছেন। ইউরোপীয় নেতারা সতর্ক করেন, রাশিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

পুতিন তার বক্তব্যে জানান, তিনি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আলোচনা করার পুরোনো প্রস্তাব এখনও বিবেচনায় রাখছেন এবং রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।

তবে ইউক্রেন এখন পর্যন্ত পুতিনের এই নতুন প্রস্তাবের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, তবে চাপ প্রয়োগের কোনো অর্থ নেই।

পুতিন ইউক্রেনকে অভিযুক্ত করেছেন তিনটি যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া না দেওয়ার জন্য, যার মধ্যে ছিল জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ, ইস্টার যুদ্ধবিরতি এবং গত মাসে দেওয়া একতরফা যুদ্ধবিরতির ঘোষণা। অন্যদিকে, কিয়েভ দাবি করে, এসব সময়েও রাশিয়ার হামলা অব্যাহত ছিল।

সবশেষে পুতিন বলেন, "সশস্ত্র সংঘাত আরও বাড়ানোর বদলে, আমরা চাই আলোচনা শুরু হোক—এটা হবে টেকসই শান্তির প্রথম পদক্ষেপ।"

তথ্য-বিবিসি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে