ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিরতিতে মোদি-শেহবাজকে সাধুবাদ জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

২০২৫ মে ১০ ২১:৩০:৫৫
যুদ্ধবিরতিতে মোদি-শেহবাজকে সাধুবাদ জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: টানা ৪ সপ্তাহের উত্তেজনা ও ১৯ দিনের হামলা-পাল্টা হামলা শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সাধুবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (১০ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই সাধুবাদ জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে প্রধান উপদেষ্টা লেখেন, “তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে মধ্যস্থতায় কার্যকর ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ সব সময় কূটনৈতিকভাবে মতপার্থক্য নিরসনে আমাদের দুই প্রতিবেশী দেশের পাশে থাকবে।”

এর আগে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে ভারত ও পাকিস্তানের সম্মত হওয়ার বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”

ভারত ও পাকিস্তান উভয় দেশের পক্ষ থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, “ভারত ও পাকিস্তান উভয় দেশই ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সকল ধরণের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে।”

অপরদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, “পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে