ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত

২০২৫ মে ১১ ১২:৩৬:০৭
আওয়ামী লীগ নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত

ডুয়া ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর দলটির রাজনৈতিক নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নিতে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, “গেজেট প্রকাশের পরই কমিশনে আলোচনা হবে। আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশা মাথায় রেখেই কমিশন এগোবে।”

সিইসি আরও বলেন, “যদি গেজেট কাল প্রকাশিত হয় তাহলে নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্তও কালই জানানো হতে পারে।”

তিনি স্পষ্টভাবে জানান, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক চিত্র অনেকটাই পরিস্কার হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব হলো গণতন্ত্রকে সৎভাবে রক্ষা করা।”

প্রসঙ্গত, ১০ মে রাতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত গেজেট সোমবার (১২ মে) প্রকাশ করা হবে বলে তিনি জানান।

এই ঘোষণার পর আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল হবে কি না—সে বিষয়টি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে