ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

হিলি সীমান্তে বাড়তি সতর্কতায় বিজিবি

২০২৫ মে ১১ ১৫:২২:৩৭
হিলি সীমান্তে বাড়তি সতর্কতায় বিজিবি

ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে সম্প্রতি উত্তেজনার কারণে বাড়তি সতর্কতায় রয়েছে দিনাজপুরের হিলি সীমান্তে দায়িত্বরত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং জেলা পুলিশ।

রোববার (১১ মে) দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক গণমাধ্যমকে জানান, বিজিবি সবসময় সীমান্তে দায়িত্ব পালন করছে সতর্কভাবে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে জেলার সব সীমান্তে সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।

এ বিষয়ে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার প্রভাব সীমান্ত এলাকায় পড়তে পারে—এই বিবেচনায় পুলিশ বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায়ও অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, ভারত সাম্প্রতিক সময়ে ‘বাংলাদেশি’ পরিচয় দিয়ে কিছু ভারতীয় নাগরিককে পুশইন করার চেষ্টা করছে। বিজিবি এরইমধ্যে সীমান্ত এলাকা থেকে কয়েকজন ভারতীয় নাগরিককে আটক করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে