ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বাজারে মন্দা, ১৪ খাতের শেয়ারে লোকসানের ধাক্কা

২০২৫ মে ১১ ১৪:৫১:৫৮
বাজারে মন্দা, ১৪ খাতের শেয়ারে লোকসানের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে (০৪-০৮ মে) সূচকের পতনের মধ্যেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকায়। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যাওয়ায় বিনিয়োগকারীদের জন্য সপ্তাহটি ছিল ক্ষতির। বিশেষ করে ১৪টি খাতের শেয়ার বিনিয়োগকারীদের লোকসানে ফেলেছে, কারণ এসব খাতে সাপ্তাহিক রিটার্ন ছিল নেতিবাচক। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

পর্যালোচনায় দেখা গেছে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ ও প্রকাশনা খাতে—৫.৮০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে প্রকৌশল খাতে, ৪.৫০ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে চামড়া খাত, যেখানে দর কমেছে ৪.২০ শতাংশ।

অন্যান্য ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে রয়েছে—সিরামিক খাতে ২.২০ শতাংশ, বস্ত্র খাতে ২.২০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.৫০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.২০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৯০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৬০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৬০ শতাংশ, বিবিধ খাতে ০.৫০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০.৪০ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে