ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আ. লীগ কোনো কর্মকাণ্ড চালালেই কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি পুলিশের ডিআইজির

২০২৫ মে ১১ ১৪:১৬:৪৫
আ. লীগ কোনো কর্মকাণ্ড চালালেই কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি পুলিশের ডিআইজির

ডুয়া নিউজ: আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার পরও যদি দলটি কোনো কার্যকলাপ চালায় কিংবা জননিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে তা কঠোরভাবে দমন করা হবে—বলেছেন নবনিযুক্ত ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

রোববার (১১ মে) দুপুরে সেগুনবাগিচায় রেঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম এলাকায় চলতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট থানার এসপি ও ওসিদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

পুলিশের ঐতিহ্য ও গৌরবের প্রসঙ্গ টেনে ডিআইজি বলেন, “ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ইউনিট। রাজধানীসহ গুরুত্বপূর্ণ জেলাগুলো এই রেঞ্জের আওতায়। জনগণের জন্য এই ইউনিটের সব থানা, ফাঁড়ি ও এসপি অফিস হবে সেবাকেন্দ্র।”

তিনি আরও বলেন, “আমার রেঞ্জের প্রতিটি থানা First Responder হিসেবে কাজ করবে। সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য আমি নিজেও প্রস্তুত। কেউ যদি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে চান, সরাসরি আমার কাছে আসতে পারবেন।” তিনি জানান, ঢাকা রেঞ্জের অধীন ১৩ জেলার ৯৮টি থানার মানুষ নির্ধারিত সময়ে তার কার্যালয়ে আসতে পারবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে