ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা

২০২৫ মে ১১ ১৪:১৬:০৪
আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা

ডুয়া ডেস্ক: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’র আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, যা ২৪ থেকে ২৬ মে’র মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম 'শক্তি', যা শ্রীলংকার প্রস্তাবিত।

রোববার (১১ মে) এক ফেসবুক স্ট্যাটাসে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, ভারতের ওড়িশা থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে’র মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হয়ে সেটি ধীরে ধাপে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এখনো কোনো চূড়ান্ত সতর্কতা জারি না করলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা উপকূলীয় অঞ্চলের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মৎস্য নৌযান নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে এবং ঝড়ের আশঙ্কায় দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিডব্লিউওটি বলছে, মে মাসের তৃতীয় সপ্তাহে গভীর সাগরে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। নিয়মিত আবহাওয়ার খবরে চোখ রাখারও তাগিদ দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে