ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আ.লীগের কার্যালয় ‌‘দখল’ করে এনসিপির অফিস

২০২৫ মে ১১ ১৩:৩৫:৩২
আ.লীগের কার্যালয় ‌‘দখল’ করে এনসিপির অফিস

ডুয়া ডেস্ক: ভোলার চরফ্যাসনে আওয়ামী লীগের উপজেলা কার্যালয় দখল করে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, নিন্দা প্রকাশ করছেন স্থানীয়রা।

শনিবার (১০ মে) দুপুরে চরফ্যাসন পৌর শহরের কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের তিনতলা ভবনটি দখলে নেয় এনসিপি নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, ভবনের ছাদে মাইক বসিয়ে প্রচারণা চালাচ্ছেন এনসিপি কর্মীরা। ভবনের সামনেই সাইনবোর্ড টাঙিয়ে ‘আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে প্রস্তুতিমূলক সভা’ অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পরিবর্তনের পর কার্যালয়টিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লুটপাটের পর থেকেই ভবনটি অব্যবহৃত অবস্থায় ছিল। প্রায় নয় মাস পর এনসিপি ভবনটি নিজেদের দখলে নেয়।

এনসিপির চরফ্যাসন উপজেলা প্রতিনিধি পরিচয় দেওয়া অহিদ ফয়সাল বলেন, ‘এখন থেকে এনসিপির সকল দলীয় কার্যক্রম এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।’ দখলে অংশ নিয়েছেন আরও কয়েকজন স্থানীয় নেতা—আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিন।

ঘটনার প্রতিক্রিয়ায় একজন স্থানীয় মুক্তিযোদ্ধা বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্বদানকারী দল। ৫৪ বছরে এই প্রথম কোনো রাজনৈতিক দল তাদের কার্যালয় দখল করে নিজেদের কার্যক্রম শুরু করলো। এটি ইতিহাসে নজিরবিহীন ও অত্যন্ত নিন্দনীয়।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে