ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীদের পছন্দের দৌড়ে এগিয়ে দুই খাত

২০২৫ মে ১১ ১৬:০২:৪৮
বিনিয়োগকারীদের পছন্দের দৌড়ে এগিয়ে দুই খাত

নিজস্ব প্রতিবেদক: গত ৭ দিনে দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতনের মধ্যেও বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল দুটি খাত—ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ড। খাতভিত্তিক দর বৃদ্ধির ক্ষেত্রে এই দুই খাতই এগিয়ে ছিল। অন্যান্য খাতে ব্যাপক দরপতন হলেও এই দুটি খাতের শেয়ারদর ছিল ইতিবাচক। বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, গত ৭ দিনে এই দুই খাতের মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৯টির দর বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড। ৭ দিনে ফান্ডটির দর ১ টাকা ৩০ পয়সা বা ১৬.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৩০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, যার দর ৫০ পয়সা বা ১৩.৮৯ শতাংশ বেড়ে হয়েছে ৪ টাকা ১০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে আইসিবি সোনালী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, যার দর ৮০ পয়সা বা ১৩.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সায়।

অন্য ফান্ডগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ফান্ডের ১১.১১ শতাংশ, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১০.৮৭ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫০ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬২ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৯.০৯ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.০০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের ৬.৬৭ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.৫২ শতাংশ, এসইমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের ৬.৪৫ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.১৫ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৫ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৭৭ শতাংশ, গ্রামীণ স্কীম-২ মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, এগ্রিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৬৫ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিচ্যুয়াল ফান্ডের ৪.৪৪ শতাংশ, আইসিবি অগ্রনী মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৯ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৮৬ শতাংশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ২.৭০ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৭৫ শতাংশ এবং ভিএএমএল বিডি ফান্ডের ১.৪৩ শতাংশ দর বেড়েছে।

এদিকে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২৪টির দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংকের—৩ টাকা ৯০ পয়সা বা ১৭.১১ শতাংশ, দাঁড়িয়েছে ২৬ টাকা ৭০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ এনআরবি ব্যাংক—১ টাকা ৯০ পয়সা বা ১৪.৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৫ টাকা।

তৃতীয় স্থানে এসবিএসি ব্যাংক—৯০ পয়সা বা ১২.৫০ শতাংশ বেড়ে হয়েছে ৮ টাকা ১০ পয়সা।

অন্য ব্যাংকগুলোর মধ্যে- এনআরবিসি ব্যাংক ১১.৪৩ শতাংশ, এবি ব্যাংকের ১০.৭৭ শতাংশ, ইসলামী ব্যাংকের ৬.৭৩ শতাংশ, ব্যাংক এশিয়ার ৫.৫৬ শতাংশ, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৫.০০ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৩.৮০ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৫৭ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩.২৩ শতাংশ, এনসিসি ব্যাংকের ২.৭৩ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ২.৭০ শতাংশ, ওয়ান ব্যাংকের ২.৫৭ শতাংশ, যমুনা ব্যাংকের ২.১১ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১.৫৯ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ১.৪০ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ১.২০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১.১৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.১০ শতাংশ, ঢাকা ব্যাংকের ১.০২ শতাংশ, প্রাইম ব্যাংকের ০.৯১ শতাংশ, উত্তরা ব্যাংকের ০.৫৩ শতাংশ এবং ইস্টার্ন ব্যাংকের ০.৪৮ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে