ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

৫ জেলায় হচ্ছে বজ্রপাত; সন্ধার মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

২০২৫ মে ১১ ১৭:০৫:৩৩
৫ জেলায় হচ্ছে বজ্রপাত; সন্ধার মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

ডুয়া ডেস্ক: দেশের পাঁচটি জেলায় তীব্র বজ্রপাত ঘটছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে ঘরের বাইরে বের হয়ে শিলা কুড়াতে নিষেধ ও সতর্কতা জারি করেছে সংস্থাটি।

আজ রবিবার (১১ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আজ দুপুর ৩টা ৪০মিনিটের বজ্রপাতের পর্যবেক্ষণ ব্যবস্থার তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ জেলার কিছু জায়গায় তীব্র বজ্রপাত সংঘটিত হচ্ছে।’

বজ্রঝড়ের সময় দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এমন পরিস্থিতিতে ঘরের বাইরে গিয়ে শিলা কুড়াতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে সংস্থাটি জানিয়েছিল, দেশের তিনটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।

রোববার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, ‘আজ দুপুর ৩টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে