ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

খাদ্য খাতের দুই কোম্পানির মুনাফা বেড়েছে বহুগুণ

২০২৫ মে ১১ ২৩:০১:৫৭
খাদ্য খাতের দুই কোম্পানির মুনাফা বেড়েছে বহুগুণ

ডুয়া নিউজ: ধীরগতির শেয়ারবাজারে যখন অধিকাংশ কোম্পানিই মুনাফা সংকটে ভুগছে, তখন ব্যতিক্রমী চিত্র উপস্থাপন করেছে খাদ্য খাতের দুই কোম্পানি। সর্বশেষ প্রান্তিক প্রতিবেদনে দেখা গেছে, এই দুই কোম্পানি আগের বছরের তুলনায় মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।

কোম্পানি দুটি হলো-বীচ হ্যাচারি ও ফাইন ফুড লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কাঁচামালের খরচ নিয়ন্ত্রণ, উৎপাদন দক্ষতা বৃদ্ধি ও বাজার সম্প্রসারণ এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। একইসঙ্গে এই মুনাফা বিনিয়োগকারীদের আস্থার জায়গা তৈরি করতে পারে বলেও মত তাদের।

তবে তারা সতর্ক করছেন, দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির জন্য কোম্পানিগুলোর করপোরেট গভর্ন্যান্স, ব্যয় নিয়ন্ত্রণ এবং পণ্যের বাজার সম্প্রসারণে আরও সচেতন হতে হবে।

তবে বিনিয়োগকারীদের অনেকেই মনে করছেন, বাজারের চাপে যেসব খাত দুর্বল পারফর্ম করছে, সেখানে এমন ইতিবাচক প্রবণতা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

বীচ হ্যাচারি

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬০ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯২ পয়সা।

ফাইন ফুডস

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৪ হতে মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে