ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তান নেওয়ার আগে যা জানা জরুরি

২০২৫ মে ১২ ১০:৩০:১৪
স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তান নেওয়ার আগে যা জানা জরুরি

ডুয়া ডেস্ক: সন্তান নেওয়ার পরিকল্পনার আগে স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা করা কতটা জরুরি—এ নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে দুজনের রক্তের গ্রুপ এক হলে সন্তান কোনো ঝুঁকিতে পড়বে কি না তা নিয়ে রয়েছে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল।

এই বিষয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফা খাতুন বলেন, রক্তের গ্রুপ এক হওয়া বড় কোনো সমস্যা নয়। সমস্যা হয় তখন যখন রক্তের Rh ফ্যাক্টর মিলে না।

তিনি জানান, মানুষের রক্তের গ্রুপ A, B, AB বা O—যেটাই হোক না কেন, প্রতিটি গ্রুপেই Rh ফ্যাক্টর থাকে যা পজিটিভ বা নেগেটিভ হতে পারে। এই Rh ফ্যাক্টরের অমিল থেকেই ভবিষ্যতে সন্তান নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

Rh ফ্যাক্টর অনুযায়ী চারটি পরিস্থিতি:

স্বামী ও স্ত্রী দুজনই নেগেটিভ:

সন্তানের রক্তও সাধারণত নেগেটিভ হয়। এতে কোনো জটিলতা দেখা যায় না।

দুজনই পজিটিভ:

সন্তানের রক্ত পজিটিভ হলে মা ও শিশুর রক্তের মাঝে মিল থাকে, ফলে কোনো সমস্যা হয় না।

স্বামী নেগেটিভ, স্ত্রী পজিটিভ:

সন্তান যেকোনো গ্রুপের হতে পারে, তবে মায়ের পজিটিভ রক্ত হওয়ায় অ্যান্টিবডি তৈরির শঙ্কা থাকে না।

স্বামী পজিটিভ, স্ত্রী নেগেটিভ:

এই পরিস্থিতিতেই সর্বাধিক ঝুঁকি থাকে। যদি গর্ভস্থ সন্তানের রক্ত পজিটিভ হয়, তবে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে ভবিষ্যতের গর্ভধারণকে জটিল করে তুলতে পারে।

সম্ভাব্য জটিলতা:

গর্ভকালীন রক্তশূন্যতা

নবজাতকের জন্ডিস

জটিল ক্ষেত্রে হাইড্রপস ফেটালিস (শিশুর শরীরে পানি জমে ফুলে যাওয়া)

গর্ভকালেই শিশুর মৃত্যু

করণীয় ও প্রতিরোধ ব্যবস্থা:

১. সন্তান নেওয়ার পরিকল্পনার সময় রক্তের গ্রুপ জেনে নেওয়া

২. স্ত্রীর রক্ত যদি Rh নেগেটিভ হয়, তবে স্বামীর রক্ত পরীক্ষা আবশ্যক

৩. Rh অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া

৪. অ্যান্টিবডি না থাকলে, ২৮ সপ্তাহে Rh ইমিউনোগ্লোবুলিন টিকা দেওয়া এবং সন্তানের জন্মের পর (যদি পজিটিভ হয়) ৭২ ঘণ্টার মধ্যে আবার টিকা দেওয়া

৫. আগে থেকেই অ্যান্টিবডি থাকলে টিকা কার্যকর হয় না—তখন গর্ভাবস্থাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা জরুরি

ডা. মারুফা খাতুন বলেন, সমস্যার আশঙ্কা থাকলেও ভয় পাওয়ার কিছু নেই। আগে থেকে সচেতন হলে Rh সম্পর্কিত জটিলতা থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর



রে