ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শাহবাগে আওয়ামী লীগ নেতাদের নামে গরু-ছাগল জ-বা-ই

২০২৫ মে ১২ ১৬:০০:৫৯
শাহবাগে আওয়ামী লীগ নেতাদের নামে গরু-ছাগল জ-বা-ই

ডুয়া ডেস্ক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আনন্দ উদযাপন। এরই ধারাবাহিকতায় ঢাকার শাহবাগে দলটির শীর্ষ নেতাদের নামে গরু ও ছাগল জবাই করে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে শাহবাগে দেখা যায়, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (PUNAB) সদস্যরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে দুটি গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করেন।

এর আগে, ১০ মে রাতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করলে সামাজিক মাধ্যমে এবং রাজপথে উদযাপন শুরু হয়। ওই রাতেই ঢাকাসহ বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

আন্দোলনের অন্যতম অনলাইন সংগঠক পিনাকী ভট্টাচার্য ১০ মে এক ফেসবুক পোস্টে শাহবাগে উৎসব আয়োজনের ঘোষণা দেন। তিনি লেখেন, "আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে জিয়াফত হবে শাহবাগে। আমি টেকার ব্যবস্থা করব। শর্ত—চাকভুম চাকভুম মিউজিকের সঙ্গে নাচতে হবে।" সোমবার দুপুরে আরেকটি পোস্টে তিনি জানান, "আজকের আয়োজনে সবাই দাওয়াতপ্রাপ্ত। থাকবে পর্যাপ্ত খাবার।"

এছাড়া নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীও আনন্দের অংশ হিসেবে নিজ গোয়ালের একটি গরু জবাই করে এলাকার মানুষদের মাঝে বিরিয়ানি বিতরণ করেন। রোববার (১১ মে) বিকেলে পূর্বধলার লেটিরকান্দা গ্রামে স্থানীয় একটি মাদরাসার সামনে এই আয়োজন সম্পন্ন হয়।

এই ঘটনাগুলো সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে