ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার হওয়া উচিত: প্রেস সচিব

২০২৫ মে ১২ ১৫:৪০:০৩
সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার হওয়া উচিত: প্রেস সচিব

ডুয়া ডেস্ক: সাংবাদিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই বেতন যদি দিতে না পারেন, তাহলে পত্রিকা বন্ধ করে দিন।

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নগুলো সংবাদপত্র মালিকদের সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষায় কথা বলার দায়িত্বে থাকলেও, গত ১৫ বছর ধরে তারা পূর্বাচলে প্লট পাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত ছিল। সাংবাদিকদের স্বার্থে তারা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি, বরং বিপরীতে প্রতারিত করেছে।

ডিএফপির অনিয়মের বিরুদ্ধে সচেতন হতেও বলেন তিনি। বলেন, অনেক ছাপা পত্রিকা অন্যদের সংবাদ কপি করে ছাপে—যা কখনোই ভালো সাংবাদিকতার নিদর্শন হতে পারে না।

বক্তব্যে সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় উপযুক্ত বেতনের গুরুত্ব তুলে ধরে শফিকুল আলম বলেন, ৩০ হাজার টাকার নিচে বেতন হলে একজন সাংবাদিক টিকে থাকতে পারেন না। এটা শুধু আর্থিক নয়, পেশাগত মর্যাদার বিষয়ও।

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দলের কার্যক্রম নিষিদ্ধের পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনে ১৪০০ হত্যাকাণ্ডের কথা বলা হলেও, আমাদের হিসাব অনুযায়ী সংখ্যা আরও বেশি। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা নেই।

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকতে তারা যাকে খুশি জঙ্গি বলে দমন করেছে। নিষিদ্ধ হওয়ার ঘটনায় দেশের মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, যদিও কিছু ভিন্নমত থাকতেই পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে