ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টা

‘র‌্যাব পুনর্গঠিত হচ্ছে, পুলিশের কাছে থাকবে না মারণাস্ত্র’

২০২৫ মে ১২ ১৭:৩১:০৬
‘র‌্যাব পুনর্গঠিত হচ্ছে, পুলিশের কাছে থাকবে না মারণাস্ত্র’

ডুয়া ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “র‌্যাব পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে, পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না।”

তিনি আরও জানান, “আসন্ন ঈদুল আজহার আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে হবে। তবে কোনো ধরনের বেআইনি দাবি বরদাশত করা হবে না, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গরুর হাটে চাঁদাবাজি রোধে প্রতিটি হাটে ১০০ জন করে আনসার মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং সড়কে চাঁদাবাজির মতো ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে