ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পাকিস্তান সেনাপ্রধানকে সত্যিই কি গ্রেপ্তার করেছে ভারত?

২০২৫ মে ১২ ২১:২৬:৪৪
পাকিস্তান সেনাপ্রধানকে সত্যিই কি গ্রেপ্তার করেছে ভারত?

ডুয়া ডেস্ক: সম্প্রতি ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিফ মুনির গ্রেপ্তার হয়েছেন—এমন একটি দাবি ভারতীয় গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর পাকিস্তান সেনাপ্রধান সত্যিই গ্রেপ্তার হয়েছেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

আজ সোমবার ( ১২ মে) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের গ্রেপ্তারের দাবিটি সত্য নয়। এই দাবিটি কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া গত ৯ এপ্রিল থেকে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হলেও, পরবর্তী সময়ে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। এছাড়া, পাকিস্তান সেনাবাহিনীর সরকারি ওয়েবসাইটেও তিনি বর্তমানে সেনাপ্রধান হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।

এই বিষয়ে রিউমর অনুসন্ধানে পেয়েছে, ‘বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনগুলোতে উক্ত দাবি ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘এবিপি আনন্দ’-এর সূত্রে প্রকাশ করা হয়েছে।’

এই সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়, “গত ৮ মে দিবাগত রাত ১২টা ২২ মিনিটে এবিপি আনন্দ তাদের ফেসবুক পেজে এই দাবিতে একটি পোস্ট প্রকাশ করে। তবে প্রায় ১২ ঘণ্টা পর, তৃতীয় দফায় সম্পাদনার মাধ্যমে ওই পোস্টে লেখা হয়: ‘পাকিস্তানের ১৬টি শহরে হামলা ভারতের’। অর্থাৎ, এবিপি আনন্দ পরবর্তীতে ফেসবুক পোস্টটি সম্পাদনা করে মূল দাবিটি সরিয়ে দেয়।”

এবিপি আনন্দসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গ্রেপ্তারের দাবি প্রকাশ করলেও, কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেনি।

৯ এপ্রিল প্রথম প্রহরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, সেদিনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেদিন আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি উভয় দেশকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান এবং ভবিষ্যৎ সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব দেন।

উল্লেখ্য, এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সরকারি ওয়েবসাইটে সেনাপ্রধান হিসেবে আসিম মুনিরের নামই উল্লেখ রয়েছে। ফলে, আসিম মুনিরের গ্রেপ্তারের দাবি ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে